স্বপ্নে পাওয়া আদেশ, তাই করোনা রুখতে দেওয়া হলো নরবলি !
কলকাতা টাইমসঃ
নরবলি দিলেই পৃথিবী থেকে বিদায় নেবে ভয়াবহ করোনা ভাইরাস। স্বপ্নে পাওয়া এই আদেশকেই নিষ্ঠাভরে পালন করলেন এক পুরোহিত। দিয়েই ফেললেন নরবলি! উড়িষ্যার নরসিংহপুর থানা এলাকায় ঘটে এই ভয়াবহ ঘটনা। পুলিশি জেরায় ওই পুরোহিত জানান, স্বপ্নে তাকে তার ঈশ্বর নির্দেশ দেন, নরবলি দিলেই করোনাভাইরাস সংক্রমণ থেমে যাবে৷ তাই তিনি নরবলি দিয়েছেন৷ বলির কাজে ব্যবহৃত কুড়ুলটিও উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়, ৭২ বছরের ওই পুরোহিতের নাম সংসারী ওঝা। একই গ্রামের বাসিন্দা সরোজকুমার প্রধান নামে এক ব্যক্তিকে বুধবার রাতে নরবলি দিয়ে পরেরদিন সকালে পুলিশের কাছে আত্মসমর্পন করে সে। তবে স্থানীয়রা জানান, সরোজের সঙ্গে ওই গ্রামের একটি আমবাগান নিয়ে দীর্ঘ দিনের বিবাদ চলছিল ওই পুরোহিতের। সেই আক্রোশেই এ কাজ করে থাকতে পারেন বলে মনে করছেন গ্রামবাসীরা।