November 12, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

১৫ বছর ধরে মহিলাদের হত্যা, দুবার যাৱজ্জীবন পুলিশ কর্মকর্তার 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে হত্যা করা এক রাশিয়ান পুলিশ কর্মকর্তাকে দ্বিতীয় দফায় যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার খবর পাওয়া গেছে। এর আগে ২০১৫ সালে একই অপরাধে তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ইর্কুত্স্কের আদালত।

দণ্ডিত পুলিশ কর্মকর্তার নাম মিখাইল পপকভ(৫৩)। তিনি রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে পুলিশ বাহিনীর একজন কর্মকর্তা ছিলেন।

জানা গেছে, সাইবেরিয়ার ইরকুত্স্ক এলাকার কাছে আঙারাস্ক শহরের আশেপাশে ১৯৯২ থেকে ২০০৭ সাল পর্যন্ত ৫৫ জন নারী এবং একজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করেন পপকভ।

আরো জানা গেছে, গভীর রাতে মহিলাদের গাড়িতে করে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে তাদের হত্যা করতেন পপকভ। এসব নারীদের বয়স ১৫ থেকে ৪০ বছরের মধ্যে। এমনকি  হত্যার আগে তাদের মধ্যে অন্তত ১০ জনকে ধর্ষণও করেছেন তিনি।

এ হত্যাকাণ্ডের কাজে কুড়াল, হাতুড়ি ও পুলিশের গাড়ি ব্যবহার করতেন পপকভ। পরে এ ঘটনায় ২০১২ সালে একটি ডিএনএ পরীক্ষার মাধ্যমের পুলিশ তার গাড়ি শনাক্ত করতে সক্ষম হলে তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়।

ধরা পড়ার পর প্রথমে ২০টি খুনের বিষয়ে স্বীকারোক্তি দেন পপকভ। তার ভাষ্য অনুযায়ী, আঙারাস্ক শহরকে দুশ্চরিত্র মহিলাদের কবল থেকে ‘বিশুদ্ধ’ করার অভিযানে নেমেছিলেন তিনি।

কিন্তু মিখাইল পপকভের বিরুদ্ধে ২২ জনকে হত্যা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ইর্কুত্স্কের আদালত। তবে অন্যান্য হত্যাকাণ্ডগুলোর তদন্তও শুরু হয়ে যাওয়ায় আদালত তাকে কারাগারে না পাঠিয়ে পুলিশের হেফাজতেই রাখা হয়।

উল্লেখ্য, এর আগে সবচেয়ে বেশি মানুষ হত্যার রেকর্ড ছিল সোভিয়েত আমলের সিরিয়াল কিলার আন্দ্রেই চিকালিতোর বা পরবর্তী সময়ের ‘চেসবোর্ড কিলার’ নামে খ্যাত আলেক্সান্দার পিচুশকিনের, যারা যথাক্রমে অন্তত ৫২ জন ও ৪৮ জনকে খুন করেছিলেন। এই দুইজনকেই পেছনে ফেলেছেন মিখাইল পপকভ।

Related Posts

Leave a Reply