ঘনিষ্ট আমলাকে হারিয়ে চীনের ওপর ব্যাপক ক্ষিপ্ত কিম জং উন: জারি হলো নিষেধাজ্ঞা
কলকাতা টাইমসঃ
ঘনিষ্ট আমলাকে হারিয়ে চীনের ওপর ব্যাপক ক্ষিপ্ত উত্তর কোরিয়ার সর্বময় কর্তা কিম জং উন। যার ফল স্বরূপ চীনের তৈরী ওষুধ ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করলেন কিম। সূত্রের খবর, এই ঘটনায় উত্তর কোরিয়া প্রধান এতটাই ক্ষিপ্ত যে, চীনের করোনা ভ্যাকসিনের বিশ্লেষণ সংক্রান্ত গবেষণাও বন্ধ করে দেওয়ারও নির্দেশ দেন তিনি।
হাই ব্লাড প্রেসারের সঙ্গে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন কিম ঘনিষ্ট ওই আমলা। পিয়ংইয়ং মেডিকেল কলেজ হাসপাতালে তিনি চিকিৎসাধীন ছিলেন। জানা যাচ্ছে, তাকে কোকারবক্সিলেস নামক একটি ইনজেকশন দেওয়া হয়েছিল, তার পরই তাঁর মৃত্যু হয়। উত্তর কোরিয়ায় এই ওষুধটি হৃদযন্ত্রের সমস্যা এবং উচ্চ রক্তচাপের চিকিৎসায় ব্যবহৃত হয়।