২ মে প্রকাশ্যে আসা কিম জং উন আসল নাকি নকল !
কলকাতা টাইমসঃ
মাত্র দিন তিনেক আগেই প্রকাশ্যে দেখা যায় রহস্যজনক ভাবে উধাও হয়ে যাওয়া কিম জং উনকে৷ প্রায় মাস খানেক অদৃশ্য থাকার পর বিশ্বের নানান জল্পনাকে উড়িয়ে দিয়ে একটি সার কারখানার উদ্বোধন করতে দেখা যায় কিমকে৷ এর আগে তিনি বেঁচে আছেন কিনা তা নিয়েই শুরু হয়েছিল নানান আলোচনা।
এরই মাঝে ২ মে প্রকাশ্যে আসা কিম জং উন কি আদৌ আসল ব্যক্তি, নাকি তার অবিকল নকল। এই নিয়েই শুরু হয়েছে নানান চুল চেরা বিশ্লেষণ। একটা বড়ো অংশের মত হলো আগের কিম জং উনের সঙ্গে এই ছবির বিশেষ মিল নেই৷ ২ মে কিম জং উনের যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে সন্দেহের তালিকার শীর্ষে রয়েছে কিমের দাঁত এবং চোখ৷ আগের উত্তর কোরিয়া প্রধানের বিরল হাসিতেও ব্যাপক অমিল খুঁজে পাচ্ছেন বিশেষজ্ঞরা৷
প্রসঙ্গত, বিশ্বজুড়ে স্বৈরাচারী শাসকদের নকল থাকার ঘটনা নতুন কিছু নয়৷ হিটলারের ডুব্লিকেট তো ছিলই, ছিল হুবহু সাদ্দাম হুসেনের মতন দেখতে একাধিক মানুষ৷ নিজেদের নিরাপত্তার স্বার্থে নকল বা রেপ্লিকাদের এগিয়ে দেওয়া হতো বিপদের সামনে।