দক্ষিণ কোরিয়ায় উদয় হলেন উত্তর কোরিয়ায় মৃত সবচেয়ে রহস্যজনক নারী – KolkataTimes
May 9, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

দক্ষিণ কোরিয়ায় উদয় হলেন উত্তর কোরিয়ায় মৃত সবচেয়ে রহস্যজনক নারী

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ বলা হয়ে থাকে যে, উত্তর কোরিয়ার সবচেয়ে রহস্যজনক নারী তিনি। শোনা গিয়েছিল তাকে হত্যাও করা হয়েছে। কিন্তু হঠাৎ সবাইকে চমকে দিয়ে দক্ষিণ কোরিয়ায় হাজির হয়েছেন কিম জং উনের সাবেক বান্ধবী হিয়ন সং উল। জানা যায়, তার একটি ব্যান্ড রয়েছে। উইন্টার অলিম্পিকের আগেই তার আবির্ভাব হয়েছে দক্ষিণ কোরিয়ায়। দুই কোরিয়ার সম্পর্কের অবনতির পর এই প্রথম উত্তর কোরিয়ার কোন হাইপ্রোফাইল ব্যক্তি হাজির হলেন সিওলে।

হিয়ন সং উলের নিজের একটি আর্ট ট্রুপ রয়েছে। আর সেই ট্রুপের তদারকি করতেই সিওলে পৌঁছেছেন তিনি। তাকে দেখেই ফটোগ্রাফাররা ছবি তুলতে শুরু করেন। তবে মিডিয়ার সামনে মুখ খোলেননি তিনি। এমনকি দক্ষিণ কোরিয়ায় তাকে বিক্ষোভের মুখেও পড়তে হয়। ৯ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে উইন্টার অলিম্পিক। সিওলের রেল স্টেশনে পৌঁছতেই তিনি ১৫০-২০০ জন বিক্ষোভকারীকে দেখেন। যদিও তিনি কোন প্রতিক্রিয়া দেখাননি। এমনকি কিম জং উনের ছবি পুড়িয়েই বিক্ষোভ প্রদর্শন করা হয় উত্তর কোরিয়ার বিরুদ্ধে।

 

Related Posts

Leave a Reply