ট্রাম্পকে ছেড়ে এবার পুতিনের স্মরণে কিম
কলকাতা টাইমসঃ
ট্রাম্পকে ছেড়ে এবার পুতিনের স্মরণে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। ভিয়েতনামের হ্যানয়তে কিম-ট্রাম্প বৈঠক কার্যত ব্যর্থ হয়। তাই এবার পুতিনের দেশে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিলেন উত্তর কোরিয়ার সর্বাধিনায়ক।
আন্তর্জাতিক বিশেষজ্ঞরা মনে করছেন, আমেরিকাকে চাপে রাখতেই কিমের এই রাশিয়া যাত্রা। গত বছর অক্টোবরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, ‘পরমাণু নিরস্ত্রীকরণের ক্ষেত্রে উত্তর কোরিয়া নানা রকম পদক্ষেপ গ্রহণ করছে। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এ পর্যন্ত কোনও পদক্ষেপই গ্রহণ করেনি।’