এয়ার চায়নার বিমানে সিঙ্গাপুর পৌঁছলেন কিম
নিউজ ডেস্কঃ
আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ঐতিহাসিক বৈঠকে যোগ দিতে রবিবার উত্তর কোরিয়ার নেতা কিম জং উন সিঙ্গাপুর পৌঁছলেন। এয়ার চায়নার একটি ফ্লাইটে সিঙ্গাপুরের চাংগি বিমানবন্দরে পৌঁছনোর পর কিমকে স্বাগত জানান সিঙ্গাপুরের পররাষ্টমন্ত্রী বিবিয়ান বালাকৃষ্ণ।
কিমের সঙ্গে রয়েছেন কিমের দেন হাত বলে পরিচিত কিং ইয়ং চোল যিনি এই মাসের শুরুর দিকেই কিমের চিঠি নিয়ে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। আজ রবিবার বিকেলে সিঙ্গাপুরের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করবেন কিম জং উন। আগামী ১২ জুন কিম ও ট্রাম্পের মধ্যকার বৈঠকটি হওয়ার কথা রয়েছে। সোমবার ট্রাম্পের সঙ্গে আলাদা করে বৈঠক করবেন সিঙ্গাপুরের প্রেসিডেন্ট।