February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ট্রাম্পের উদ্যেশ্যে চিঠি পাঠালেন কিম 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

পরমাণু ক্ষেপণাস্ত্র নিয়ে উত্তেজনা প্রশমনে উত্তর কোরিয়ার নেতার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ বৈঠক আগামী ১২ জুন হওয়ার কথা রয়েছে। তার আগেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বৈঠকের প্রস্তুতি হিসেবে ওয়াশিংটন সফর করছেন উত্তর কোরিয়ার প্রতিনিধিদল।

জানা গেছে, হোয়াইট হাউজে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গেও সাক্ষাত করবেন উত্তর কোরিয়ার এই প্রতিনিধিদল। সেই সময় কিম জং উনের লেখা একটি চিঠি তারা তুলে দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে। শীর্ষ বৈঠকের প্রস্তুতিতে কিমের অন্যতম বিশ্বস্ত জেনারেল কিম ইয়ং চোলের নেতৃত্বাধীন উত্তর কোরিয়ার প্রতিনিধিদলটি বুধবার চীন থেকে ওয়াশিংটন পৌঁছায়।ইতোমধ্যেই তারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠক করেছেন। এরপর আরো কয়েকজন শীর্ষপর্যায়ের কর্তাদের সঙ্গেও বৈঠকের কথা রয়েছে তাদের।

 

Related Posts

Leave a Reply