কিমের নামই ছিলোনা নির্বাচনের ব্যালটে !
কলকাতা টাইমসঃ
উত্তর কোরিয়ার নির্বাচন নিয়ে সমালোচনার চলছে বিশ্বব্যাপী। নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকার অভিযোগ রয়েছে। সমস্ত ভোটই নাকি কিম জং উনের।
জানা যাচ্ছে, এবারের নির্বাচনে কিমের নামই ছিল না। তাঁর বোন কিম ইয়ো জং নাকি রাবার স্টাম্প পার্লামেন্টে নির্বাচিত হয়েছেন। রাবার স্ট্যাম্প পার্লামেন্ট হলো, সেই পার্লামেন্ট, যেখানে কোনো ধরনের বিবেচনা ছাড়াই লোক দেখানো পদ্ধতির মাধ্যমে কাওকে বাছাই করা হয়। জানা গেছে, উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা যাদের বাছাই করেন, তাদের জন্যই ভোটগ্রহণ হয়। পরে তারা নির্বাচিত হয়ে ক্ষমতায় যান।