February 22, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ট্রাম্পকে নিয়ে খেলতে চাইলে বড়ো ভুল করবে কিম -আমেরিকা

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

আগামী মাসেই বৈঠকে বসতে চলেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের আগেই উত্তর কোরিয়াকে হুঁশিয়ারি দিয়ে রাখলো মার্কিন যুক্তরাষ্ট্র। ১২ জুনের সেই বৈঠকে বসে প্রেসিডেন্ট ট্রাম্পকে নিয়ে না খেলতে উত্তর কোরিয়াকে সতর্ক করে দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে পেন্স বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে খেলতে পারবেন, এমনটি চিন্তা করে থাকলে কিম জং উনের জন্য খুবই বড় ভুল হবে।’ এছাড়া, ডোনাল্ড ট্রাম্প বৈঠক থেকে সরে আসতে পারেন- এমন আশঙ্কার কথাও জানান পেন্স। উল্লেখ্য, আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের মন্তব্যের পর উত্তর কোরিয়া ট্রাম্পের সাথে নির্ধারিত বৈঠক বাতিলের হুমকি দিয়ে রেখেছে। পরমাণু নিরস্ত্রীকরণে ‘লিবিয়া মডেল’ অনুসরণ করতে পারে বোল্টনের এমন প্রস্তাবে ক্ষুব্ধ হয়ে উত্তর কোরিয়া বৈঠক বাতিলের সম্ভবনার কথা জন্যে রাখে। এর পর থেকেই পরিস্থিতি জটিল হতে শুরু করে।

 

Related Posts

Leave a Reply