সোনাকে ভালোবাসার চুমু নাকি মৃত্যুর ছোঁয়া !
ক্যালিফোর্নিয়ার শিশু বিশেষজ্ঞ তানিয়া অল্টম্যান মারিয়ানার মৃত্যু নিয়ে জানান, কারও শরীরে এই ভাইরাস থাকলে চুমু থেকে তা ছড়ানো খুবই স্বাভাবিক ব্যাপার। বিশেষত প্রথম দু’মাস বাচ্চাদের মধ্যে সংক্রমণ ছড়িয়ে যাওয়ার প্রবণতাও বেশি থাকে। মারিয়ানার ক্ষেত্রেও তেমনটাই হয়েছিল। তবে মারিয়ার মা-বাবা নিকোল ও শেনের শরীরে এই ভাইরাস ছিল না বলে জানা গিয়েছে। কী ভাবে, কার কাছ থেকে ওই ভয়ঙ্কর ভাইরাস মারিয়ানার দেহে এল তা অবশ্য এখনও জানা যায়নি।
শিশুদের এমনিতেই চুমু দিতে নিষেধ করেন চিকিৎসকরা। শিশু বিশেষজ্ঞরা বলেন, বাচ্চাদের একদমই চুমু দেওয়া উচিত নয়। এতে বড় ধরনের ভাইরাসের আক্রমণের সম্ভাবনা ছাড়াও নানা ধরনের ব্যাকটেরিয়া শিশুর শরীরে প্রবেশ করতে পারে। চুমু থেকে শিশুদের এইচআইভি সংক্রমণও হতে পারে। নিউমোনিয়ার, সর্দি কাশির মতো রোগের জীবাণু চুমু থেকে সংক্রমণের ব্যাপক সম্ভাবনা থাকে।
তাই শিশুদের আদর করুন, কিন্তু চুমু দিয়ে নয়। সব ধরনের জীবাণু থেকে নিরাপদ থাকুক শিশুরা।