১৮ বছর পর পাকিস্তানের মাটিতে পা রাখলেন কিউই ক্রিকেটাররা
কলকাতা টাইমসঃ
দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তানের মাটিতে পা রাখলো নিউজিল্যান্ড। ক্রিকেট টিম। সেদেশে তারা ৩টি ওয়ানডে এবং ৫টি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে।পিসিবির তরফ থেকে জানানো হয়েছে, ইসলামাবাদে পৌঁছনোর পর তাদের তিন দিন আইসোলেশন কাটাতে হবে। আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হবে অনুশীলন।
জানা যাচ্ছে, আগামী ১৭ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই দুই দেশের সিরিজ। প্রসঙ্গত, ২০০৩ সালে সর্বশেষ পাকিস্তান সফরে গিয়ে সিরিজে হোয়াইটওয়াশড হয়েছিল কিউইরা।