কিউই ফাস্ট বোলার মাইকেল রাইয়ের বিরল হ্যাট্রিক
কলকাতা টাইমসঃ
ক্রিকেট ইতিহাসে জায়গা করে নিলো কিউই ফাস্ট বোলার মাইকেল রাইয়ের বিরল হ্যাট্রিক। তার পরপর তিন উইকেটের সঙ্গী রইলেন একজনই ফিল্ডার। নাম ডেল ফিলিপস। স্বাভাবিক ভাবেই বিরল এক কৃতিত্বের অধিকারী হলেন এই দুই নিউজিল্যান্ডের ক্রিকেটার।
যদিও এটাই একমাত্র বোলার-ফিল্ডার হ্যাট্রিক নয়। প্রায় ১০৪ বছর পর ইংল্যান্ডের মাটিতে ২০১৮ সালে ঘটেছিলো এই ধরণের ঘটনা। সেখানে কাউন্টি ক্রিকেটে নটিংহ্যামশায়ারের বিরুদ্ধে সমারসেটের পেসার ক্রেইগ ওভারটনের টানা তিনটি বলে ক্যাচ নিয়েছিলেন মার্কাস ট্রেসকোথিক।
নিউজিল্যান্ডের প্রথম শ্রেণির এক টুর্নামেন্ট প্লাঙ্কেট শিল্ডের ম্যাচে গত রবিবার ডানেডিনের ইউনিভার্সিটি ওভালের মাঠে ওটাগোর এই ক্রিকেটার মাত্র ২৫ বছর বয়সেই এই নজির গড়লেন। তার বিপক্ষের তিন শিকার হলেন ডেন ক্লিভার, জশ ক্লার্কসন ও ব্লেয়ার টিকনার। তিনজনই শর্ট লেগে ফিলিপসের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন।