January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

‘কেকেআর হ্যায় তৈয়ার’ নতুন থিম সং নিয়ে আগামীকাল ইডেনে খেলতে নামছে কেকেআর 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

আগামীকাল রবিবারই ইডেন গার্ডেন্সে নেমে পড়ছে কলকাতা নাইটরাইডার্স। নাইটদের সামনে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর। কতটা তৈরি এবারের কেকেআর, তা প্রমাণ হয়ে যাবে রবিবারই।

নতুন মরশুমে নতুন কেকেআর। থিম সং নতুন। ক্যাপ্টেনও নতুন। নতুন দল। সমর্থকদের প্রত্যাশাও অনেক। সবার আশা পূরণ করতে রবিবাসরীয় সন্ধ্যায় উঠবে ক্রিকেটীয় ঝড়। সেই সঙ্গে দীনেশ কার্তিকের দলকে ইডেনে গাইতে শোনা যাবে নাইটদের নতুন থিম সং-‘কেকেআর হ্যায় তৈয়ার’। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নতুন থিম সং। লাইকের সংখ্যা উত্তরোত্তর বাড়ছে। সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে চলেছে কমেন্টও।

অতীতে কেকেআর’র ‘করব, লড়ব, জিতব রে’ থিম সং সাড়া ফেলেছিল কলকাতায়। এবারের থিম সং ‘কেকেআর হ্যায় তৈয়ার’ সবার মন কেড়ে নেবে, এই ব্যাপারে সবাই আশাবাদী। এবারের শুরুতে কম ঝক্কি পোহাতে হয়নি কেকেআরকে। মিচেল স্টার্ক ছিটকে গিয়েছেন। ক্রিস লিন চোট পেয়ে সমর্থকদের হৃৎকম্পন বাড়িয়ে দিয়েছিলেন। প্রাথমিক ধাক্কা সামলে নিজেদের গুছিয়ে নিয়েছে নাইটরা। মাঠে নেমে কী করে কেকেআর, সেটাই এখন দেখার।

 

Related Posts

Leave a Reply