বিক্ষোভকারীদের সামনে নতজানু হয়ে ক্ষমা প্রার্থনা পুলিশের
কলকাতা টাইমসঃ
বিক্ষোভকারীদের সামনে নতজানু হয়ে ক্ষমা চাইলো পুলিশবাহিনী। নিমেষেই নিভে গেলো বিক্ষোভের আগুন। চোখের জলে একে অন্যকে জড়িয়ে ধরলেন বিক্ষোভে অংশ নেওয়া সাধারণ মানুষ এবং পুলিশকর্মীরা। জর্জ ফ্লয়েডের মৃত্যুতে বিক্ষোভকারীদের সংগেই কাঁদতে দেখা গেলো পুলিশবাহিনীকে। নিমেষেই স্তব্ধ হলো বিক্ষোভ। আমেরিকার নর্থ ক্যারোলিনার ঘটনা।
প্রসঙ্গত, গত ২৫ মে জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গ ব্যক্তিকে শ্বাসরোধ করে প্রকাশ্যে খুন করে পুলিশ।এরপরই আগেরিকা জুড়ে দাবানলের মতন ছড়িয়ে পরে বিক্ষোভের আগুন। নর্থ ক্যারোলিনার ফায়েটভিল অঞ্চলে আন্দোলনকারীরা বিক্ষোভ শুরু করলে প্রথমে তাদের পথ আটকায় পুলিশ। হঠাৎই বিক্ষোভ সামলানোর দায়িত্বে থাকা ৬০ পুলিশকর্মী তাদের সামনে হাঁটু গেড়ে বসে পড়েন। অনুতপ্ত পুলিশকর্মীরা ক্ষমাও চেয়ে নেন।