November 12, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

যাকে বন্ধু ভাবেন সে শত্রু নয়তো?

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

তূর্য প্রচন্ড বন্ধুবাৎসল প্রকৃতির ছেলে। একই সাথে পরোপকারী এবং সজ্জন। বন্ধুদের যে কোনো দরকারে না নেই তার। পরোপকারি স্বভাবের কারণেই হয়তো তুর্যর আশেপাশে বন্ধুদের ভিড় ।

যেকোনো উৎসবে, আড্ডায় কিংবা ব্যক্তিগত প্রয়োজনে তুর্যের ডাক পড়বেই। কিন্তু তুর্যের দরকারে কখনো তাদের দেখা পাওয়া যায় না। ব্যক্তিগত, আর্থিক, একাডেমিক কোনো প্রয়োজনেই তূর্য বন্ধুদের পাশে পায় না। বরং আড়ালে তাকে নিয়ে সমালোচনা হয়।
 এ ধরনের নামধারী মানুষেরা কি আসলেই আপনার বন্ধু? আমাদের চারপাশে এমন বন্ধুদের অভাব নেই যারা দরকারে আপনাকে সব সময় পাবে, শুধু আপনার দরকারে তাদের পাবেন না। আবার এমন বন্ধুও আছে যারা সারাক্ষণ ভাল চাওয়ার নামে আপনার সমালোনা করবে কিন্তু আপনার সাফল্যে তারা খুশি হবে না। এমন বন্ধুত্ব শারীরিক ও মানসিক – দুই দিক থেকেই ক্ষতিকর। তাই জেনে নিন কারা আসলে আপনার বন্ধুর নামে আদতে শত্রু।
 ১. আপনার সাফল্যে বা সৌভাগ্যে আপনার বন্ধুটি কিন্তু খুশি হন না। আর তা তার আচরণেই প্রকাশ পাবে। আপনি যতটা উচ্ছ্বাস তার কাছ থেকে আশা করছেন, ততটা যদি না পান তবে সেটা একটি বড় লক্ষণ।

২. তারা সব সময়েই আপনার খুঁত ধরতে থাকে। আপনার চিন্তা-ভাবনা, রুচি-পছন্দ, কাজ, পোশাক, আত্মীয়স্বজন, অন্য বন্ধুবান্ধব সব কিছুই যেন তার চোখে খারাপ।

৩. এই ধরনের মানুষেরা অত্যন্ত স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক হয়ে থাকেন। নিজের কাজের সময়টুকু নিয়ে তারা খুব সচেতন। আপনার কোনো প্রয়োজনেই তারা সময় দেবে না।

৪. বন্ধুরূপের শত্রু চেনার সবচেয়ে বড় উপায় হলো যদি সেই ব্যক্তি যখন-তখন মজা করার ছলে আপনাকে সবার মধ্যে অপমান করেন। কোনটা মজা আর কোনটা অপমান তা যেকোনো মানুষই বোঝে। এমন লক্ষণ দেখলে সতর্ক হোন।

৫. এমন মানুষ সব সময়েই খুবই ঝামেলা পছন্দ করেন। যেকোনো বন্ধুত্বেই সমস্যা থাকে কিন্তু এ ধরনের মানুষ সমস্যার সমাধান না খুঁজে বরং বাড়ানোর চেষ্টা করে।

Related Posts

Leave a Reply