যাওয়ার আগে খরচ তো জেনে নিন
টুকিটাকি টিপস:
. টাকা বহনে ভালো না লাগলে সাবধানতার সহিত কার্ড বহন করতে পারেন। তবে কোন কার্ডে আপনি সব জায়গায় সুবিধা পাবেন সেদিকেও খেয়াল রাখতে হবে।
. বিকাশ একাউন্ট বা মোবাইলে টাকা লেনদেন করা যায় এমন কোনো একাউন্ট থাকলেও খুব কাজে লাগবে।
. বিভিন্নভাবে ভাংতি টাকার ব্যবস্থা রাখবেন সবসময়, ছোট একটা বিষয় অনেক সময় আমাদেরকে বিপদে ফেলে দিতে পারে।
. মোবাইলে ব্যালেন্সও বেশি করে নিয়ে নেবেন।
. যদি দেশের বাহিরে যান তাহলে আপনার টাকাকে সেই দেশের মুদ্রায় রুপান্তর করে নিবেন।
. ভালো হয় আপনার টাকাকে আগে ডলারে রুপান্তর করুন। তারপর যেখানে যাবেন সেখানে যেয়ে আপনার ডলারকে সেই দেশের মুদ্রায় রূপান্তর করুন।
. ভ্রমণে নেয়া টাকা কখনো একসাথে রাখবেন না। দুই তিন জায়গায় রাখুন। দুর্ঘটনা ঘটলে বিপদে পরবেন না।
. বড় নোট না রেখে ভাংতি টাকা রাখার চেষ্টা করুন। ভাংতি টাকা আপনাকে সবসময় বেশি সুবিধা দেবে।
. কোথাও বুকিং করার ব্যাপার থাকলে চেষ্টা করুন সম্পুর্ণ টাকা আগেই পরিশোধ না করার। কারণ আপনি যদি না যেতে পারেন তাহলে আপনার পুরো টাকাই নষ্ট হয়ে যাবে।
কোথাও বেড়াতে গেলে কেনাকাটার ব্যাপারে তাড়াহুড়া না করে চিন্তাভাবনা করে খরচ করুন।