‘ওপেন হার্ট’ নাকি অনামিকা ছোঁয়া? দেখেই চিনুন আসল মানুষ
১. ‘ওপেন হার্ট’ মুঠো : আপনি হাত মুঠো করলে বুড়ো আঙুলটি যদি তর্জনীর গায়ে শোয়ানো অবস্থায় থাকে, সেই মুঠোটিই হল ওপেন হার্ট। সাধারণত, এঁরা নরম প্রকৃতির ও উদার। এঁদের থেকে কেউ কিছু চেয়ে নিরাশ হন না। দানধ্যান করতে ভালো বাসেন। নিজের স্বার্থের কথা ভাবেন না কখনোই। সবসময় নতুন কিছু শিখতে এঁরা ভালোবাসেন ।
২. সৃজনশীল ব্যক্তির মুঠি: অন্য আঙুলগুলো আগে মুঠো করে, তার ওপর যদি বুড়ো আঙুল রাখেন এবং সেই বুড়ো আঙুল যদি প্রায় অনামিকা পর্যন্ত ছুঁয়ে থাকে, সেই মুঠোটিই হল সৃজনশীলতার প্রতীক। আত্মসম্মানবোধ এঁদের খুব বেশি। ভিতরে ভিতরে ব্যর্থতার একটা ভীতি কাজ করে। সততা ও বুদ্ধিমত্তার জন্য এঁরা অনায়াসে বন্ধুমহলে প্রিয় পাত্র হয়ে ওঠেন।
৩. চার্মার ফিস্ট বা জাদুকর মুঠি: হাত মুঠো করলে বুড়ো আঙুল যদি বাকি সব আঙুলের মুঠোয় লুকানো থাকে তা হলো চার্মার ফিস্ট। বেশির ভাগ ক্ষেত্রেই এঁরা মজাদার চরিত্র। শিল্প অনুরাগী। সুন্দরের পূজারি। লোকজনকে আকৃষ্ট করার স্বভাবসিদ্ধ ক্ষমতা রয়েছে। তবে, একই সঙ্গে রাশভারী একটা ব্যাপার রয়েছে। যার জন্য যে কেউ জ্বালাতন করার সাহস পায় না। অন্য কেউ ভালো না থাকলে, এঁরা কষ্ট পান। অন্যের কষ্ট লাঘবের যথাসাধ্য চেষ্টা করেন।