February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ধর্ম

দাঁতেই তুমি, দাঁতেই আমি, দাঁত দেখে যায় চেনা

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

পনি কি কখনো ভেবে দেখেছেন কারো দাঁতের আকৃতি থেকে তাদের ব্যক্তিত্ব সম্পর্কে অনেক কিছু্ই অনুমান করা সম্ভব? এই বিজ্ঞানের নাম হলো মরফোসাইকোলজি এবং এটি ব্যবহার করে কোনো মানুষের দৈহিক আকার আকৃতি থেকে তার ব্যক্তিত্বের বিচার করা হয়। আর কারো সঙ্গে কথোপকথনের সময় সবার আগে তার দাঁত দেখা যায়। আর আপনি যদি জানেন কোন আকৃতির দাঁত কী বুঝায় তাহলে আপনি তাদের ব্যক্তিত্ব সম্পর্কেও অনুমান করতে পারবেন। দাঁতের চারটি আকৃতি চার ধরনের মৌলিক মেজারের প্রতিনিধিত্ব করে। এই আকৃতিগুলো হলো বর্গাকৃতি, ডিম্বাকৃতি, চতুষ্কোণ বা ত্রিকোণ।

বর্গাকৃতি
বর্গাকৃতির দাঁতের অধিকারীরা সুশৃঙ্খলা, নিয়ন্ত্রণের অনুভূতি এবং নৈর্ব্যক্তিকতা সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন। বর্গাকৃতির দাঁতের অধিকারীরা খুবই শান্ত এবং নিজেদের ও নিজেদের আবেগের ওপর নিয়ন্ত্রণধারী হয়ে থাকেন। তারা নিজেদের বিচার-বিবেচনা বুদ্ধিতে খুবই পটু হয়ে থাকেন। এ ছাড়া তার কুটনৈতিক, উচ্চাকাঙ্ক্ষী এবং শক্তিশালি উদ্যোগী চেতনাসম্পন্ন হয়ে থাকেন।

ডিম্বাকৃতি
শিল্পের প্রতি এদের অগাধ ভালোবাসা থাকে। তারা কথা বলেন শিল্পসম্মত ভাবে, হাঁটেনও শিল্পসম্মত ভাবে আর তাদের সবকিছুই শিল্পসম্মত। তাদের চুল থেকে শুরু করে সকল মালপত্র সবকিছুই তারা শিল্পসম্মত উপায়ে সংরক্ষণ করেন। এ ছাড়া তারা হন খুবই লাজুক, সংবেদশীল এবং সুসংগঠিত।

আয়তাকার বা চতুষ্কোণ
আয়তাকার দাঁতের অধিকারীরা খুবই বাস্তববুদ্ধিসম্পন্ন এবং সমাধানকেন্দ্রিক হন। তারা সব ব্যাপারেই খুব যৌক্তিক মানসিকতার অধিকারী হন। হোক তা কর্মজীবনসংক্রান্ত কোনো বিষয় বা ব্যক্তিগত জীবন। তারা জানেন কী করতে হবে এবং কীভাবে তা করতে হবে। আর এ কারণেই তারা ভালো পরিকল্পনাকারী হয়ে থাকেন। এরা আশাবাদ এবং প্রাণশক্তিতে ভরপুর থাকেন। এরা গতিশীল, সামাজিক, প্রচুর কথা বলেন কিন্তু কথা-বার্তায় খুবই তীক্ষ্ণও বটে। এরা খুবই কল্পনাপ্রবণ হন এবং এদের মাথা সব সময়ই নতুন নতুন ধারণায় গিজগিজ করে।

ত্রিকোণ
ত্রিকোনী দাঁতের অধিকারী লোকরা গতিশীল হন। এই ধরনের দাঁতের অধিকারী লোকরা নিজেদের জীবন নিয়ে বেপরোয়া হয়ে থাকেন। এরা জানেন কীভাবে হাসি-তামাশা করতে হয় ফলে এরা খুবই আশাবাদীও হয়ে থাকেন। এরা ভবিষ্যতের কথা না ভেবে বর্তমানের সুখ সম্ভোগ করেন। এরা প্রতিটি মুহূর্তকে কীভাবে উপভোগ্য করে তোলা যায় তা জানেন। ফলে এরা বর্তমানে বসবাস করেন।

দাঁতের আকৃতির পাশাপাশি দাঁতের স্টাইলও কোনো মানুষের স্বভাব এবং সিদ্ধান্ত গ্রহণে সক্ষমতাকে প্রতিফলিত করতে পারে :
সম-আকৃতির দাঁত : এরা খুবই সুস্থির মেজাজের এবং ভালো সিদ্ধান্ত গ্রহণকারী।
ফাঁকওয়ালা দাঁত : রসবোধসম্পন্ন এবং লালসাপূর্ণ ব্যক্তিত্ব।
সামনের দাঁত বড় : একগুঁয়ে; অনমনীয় সিদ্ধান্ত গ্রহণ করেন।
ছোট সামনের দাঁত : দয়ালু, করুণাময় সিদ্ধান্ত গ্রহণকারী।
কুটির দাঁত : ব্রিভ্রান্ত সিদ্ধান্ত গ্রহণকারী।
হরিণ দাঁত : লাজুক।
নিচের দাঁত ওপরের দাঁতকে ছাড়িয়ে : আগ্রাসী।

Related Posts

Leave a Reply