যে এসেছে তার যাওয়ার লক্ষণ হিন্দুত্বে কি রকম জানেন
কলকাতা টাইমস :
মৃত্যু অনিবার্য্য, এর হাত থেকে রেহাই নেই।বলা হয় মৃত্যু আসে চুপচাপ এবং আপনি সেটা বুঝতেও পারবেন না।ভারতীয় পুরাণে কিছু কিছু লক্ষণ দেওয়া আছে,যার থেকে আভাস পাওয়া যায় সে মানুষটির মৃত্যু আসন্ন।শিৱ পুরাণে সেই লক্ষণগুলোর উল্লেখ পাওয়া যায়।শিব পুরাণ অনুযায়ী একবার দেবী পার্বতী ভগবান শিবকে জিঞ্জেস করেন এই লক্ষণগুলো নিয়ে। কি করে মানুষ বুঝবে যে তার মৃত্যু আসন্ন?ভগবান শিব তখন দেবীকে মৃত্যর সম্পর্কে সব বুঝিয়ে বললেন।ভগবান ১২-টি বিশেষ লক্ষণের কথা বললেন যা আসন্ন মৃত্যুর লক্ষণ হিসেবে দেখা যায়।জানতে চান সেই লক্ষণগুলো কি কি?তাহলে পড়ুন….
আসন্ন মৃত্যুর লক্ষণ #1 : কোনো মানুষের গায়ের রং যদি হঠাৎ ফ্যাকাসে হলুদ বা সাদা এবং একটু লালে পরিবর্তন হতে শুরু করে, বুঝতে হবে সেই মানুষটি আর ছয় মাসের মধ্যে মারা যাবে।
আসন্ন মৃত্যুর লক্ষণ #2 : যদি কেউ নিজের ছায়া জলে বা আয়নায় দেখতে না পায়, ছয় মাসের মধ্যে তার মৃত্যু হবে।
আসন্ন মৃত্যুর লক্ষণ #3 : কোনো মানুষ যদি হঠাৎ সব কিছু কালো দেখতে শুরু করে, এটা লক্ষণ যে সে খুব শিগগিরি মারা যাবে।
আসন্ন মৃত্যুর লক্ষণ #4 : যখন কোনো মানুষের বাঁ হাতটা এক সপ্তাহ ধরে বেঁকে যেতে থাকে, এর মানে সেই মানুষটি এক মাস মত আর বাঁচবে।
আসন্ন মৃত্যুর লক্ষণ #5 : যদি কারোর অনুভূতি অঙ্গগুলো পাথরের মত শক্ত হয়ে যায়,তাথলে বুঝতে হবে যে সে ছয় মাসের মধ্যেই মারা যাবে।
আসন্ন মৃত্যুর লক্ষণ #6: চাঁদের আলো,সূর্যালোক বা আগুনের আভা যদি কেউ চোখে দেখতে না পায়,তাহলে তার মৃত্যু আসন্ন।
আসন্ন মৃত্যুর লক্ষণ #7: যদি কারোর জীব ফুলে যায় এবং মাড়ি থেকে পুঁজ বেরোতে শুরু করে, এটা লক্ষণ যে সেই মানুষটি আর বেশিদিন বাঁচবে না।
আসন্ন মৃত্যুর লক্ষণ #8 : কেউ যদি আকাশে ধ্রুবতারা দেখতে না পায়, তাহলে বুঝতে হবে আগামি ছয় মাসের মধ্যেই তার মৃত্যু হবে।
আসন্ন মৃত্যুর লক্ষণ #9 : কেউ যদি হঠাৎ সূর্য্য,চাঁদ ও আকাশকে লাল রঙে দেখতে শুরু করে, বুঝতে হবে তার মৃত্যু ঘনীভূত।
আসন্ন মৃত্যুর লক্ষণ #10 : যদি কোনো লোক স্বপ্নে প্যাঁচা দেখে বা পরিত্যক্ত ধ্বংস হয়ে যাওয়া গ্রাম দেখে, তাহলে মৃত্য তার সমীপে।