ইংল্যান্ডে টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে দীর্ঘ কোয়ারেন্টাইনে থাকতে হবে কোহলিদের
কলকাতা টাইমসঃ
ইংল্যান্ডে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মাঠে নামার দীর্ঘ কোয়ারেন্টাইনে থাকতে হবে বিরাটদের। ভারতের মাটিতে ১৪ দিন কোয়ারেন্টাইনে কাটানোর পর ইংল্যান্ডে পৌঁপৌঁছনোর পর সাউদাম্পটনে আরও ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে তাদের। নিউজিল্যান্ড এবং ভারতের মধ্যে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউদাম্পটনের এজেস বোল স্টেডিয়ামে শুরু হবে ১৮ জুন। সেখানকার হিল্টন হোটেলে কোয়ারেন্টাইনে থাকতে হবে ভারতীয় ক্রিকেটারদের।
জানা যাচ্ছে, অধিনায়ক কোহলি, রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে এবং কোচ রবি শাস্ত্রীকে আগামী বুধবার থেকে বাড়িতেই কোয়ারেন্টাইন করা হবে। বাকি ক্রিকেটারদের মুম্বাইয়ের বাইরে নিয়ে এসে কোয়ারেন্টাইনে পাঠাবে বিসিসিআই। কোহলিরা আগামী সোমবার দলের সঙ্গে যোগ দেবেন। একইসঙ্গে কোহলিদের দফায় দফায় কোভিড টেস্ট করানো হবে। ২ জুন তারা ইংল্যান্ড পাড়ি দেবে। সেখানে পাঁচ টেস্টর সিরিজ খেলতে প্রায় দু’মাস সেখানে থাকতে হবে কোহলিদের।