নালিশ করে তিনি গায়েব, পিছিয়ে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের মামলার শুনানি
কলকাতা টাইমস :
নন্দীগ্রামে তৃণমূল নেত্রীকে এক লক্ষের বেশি ভোেট হারানোর চ্যালেঞ্জ ছুড়েছিলেন শুভেন্দু অধিকারী। তবে এক লক্ষ না হলেও ১ হাজারের কিছু বেশি ভোটে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তারপরই গণনায় কারচুপি করা হয়েছে এঅই অভিযোগে সরব হয়েছিল তৃণমূল কংগ্রেস।
আদালতে মামলা নন্দীগ্রামের ভোচ গণনায় কারচুপির অভিযোগে হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৯৫১ সালের জনপ্রতিনিধিত্ব আইনের ৮০, ৮০এ, ৮১, ১০০ এবং ১২৩ ধারায় মামলা করেছিলেন তিনি। তাতে অভিযোগ করা হয়েছে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী জয়ের জন্য ঘুষ দিয়েছেন, ধর্মের ভিত্তিতে ভোট চেয়েছেন, প্রভাব খাটিয়েছেন এবং কী বিদ্বেষ ছড়িয়েছেন। এছাড়াও সরকারি আধিকারীকদের সাহায্য নিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
আজই এই মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সেটা পিছিয়ে যায়। শুক্রবার সকালে সেটি উঠেছিল বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে। সেই মামলার শুনানি পিছিয়ে দেন বিচারপতি। শুনানি সময় মামলা কারী অর্থাৎ মমতা বন্ধ্যেপাধ্যায় উপস্থিত ছিলেন না। সেকারণেই বিচারপতি বলেন শুনানির সময় মামলাকারীদের উপস্থিত থাকতে হয়।