বিশ্ব মঞ্চে দাপিয়ে বেড়াচ্ছে কলকাতা, সঙ্গে প্রেসিডেন্সি
কলকাতা টাইমস :
বিশ্ব মঞ্চে দাপিয়ে বেড়াচ্ছে কলকাতা, সঙ্গে প্রেসিডেন্সি। বাঙালি : নোবেল : প্রেসিডেন্সি যেন একে অপরের পরিপূরক। ১৯৯৮ অমর্ত্য সেনই ছিলেন অর্থনীতিতে নোবেল পাওয়া প্রথম বাঙালি। ২০০ বছরের প্রাচীন এই বিশ্ববিদ্যালরই এক সময়কার অর্থনীতির ছাত্র ছিলেন এই অমর্ত্য সেন। শুধু তাই নয় এখানে তিনি অধ্যাপনাও করেছেন। কলকাতার এই ঐতিহ্যশালী বিশ্ববিদ্যালয়ের একই বিভাগের এক উত্তরসূরি অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায় এ বছর অর্থাৎ ২০১৯ সালে আবারও ছিনিয়ে নিলেন অর্থনীতিতে নোবেল প্রাইজ।
উল্লেখ্য এক সময় এই প্রেসিডেন্সি বিস্ববিদ্যালয়েরই অধ্যাপক ছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পিতা দীপক বন্দোপাধ্যায়। আগামী মাসেই কলকাতা এবং দিল্লিতে আসার কথা মার্কিন প্রবাসী এই বাঙালি অর্থনীতিবিদের। সব মিলিয়ে তাদের গর্ভের মুহূর্ত উৎযাপন করতে চাইছে প্রেসিডেন্সি। অভিজিতের জন্য এক অসাধারণ সংবর্ধনা উৎসবের উদ্যোগ নিতে চলেছে বিশ্ববিদ্যালযের কর্তৃপক্ষ।