শুধু ব্র্যান্ড প্রমোশন করেই বছরে ২০ কোটি আয় কৃতি শ্যাননের! – KolkataTimes
April 25, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন ব্যবসা ও প্রযুক্তি

শুধু ব্র্যান্ড প্রমোশন করেই বছরে ২০ কোটি আয় কৃতি শ্যাননের!

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

‘হিরোপান্তি’, ‘দিলওয়ালে’, ‘বেরেলি কী বরফি’র মতো ছবি উপহার দিয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি শ্যানন। সম্প্রতি কাজ শেষ করেছেন ‘অর্জুন পাতিওয়ালা’ ছবির কাজ। আগস্টে কার্তিক আরিয়ানের সঙ্গে শুরু করবেন ‘লুকা চুপি’র কাজ।

খুব শীঘ্র সাজিদ নাদিওয়ালার ‘হাউজপুল ফোর’ এর শ্যুটিং শুরু হচ্ছে। এতে অভিনয় করবেন কৃতি। এছাড়া জনপ্রিয় নির্মাতা আশুতোষ গোয়ারিকরের ‘পানিপথ’ ছবিতেও দেখা যাবে কৃতিকে। মজা বিষয় হল ছবিতে অভিনয় নয়, কৃতির মূল আয়ের উৎস অন্য। ১৫টি নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুভেচ্ছাদূত কৃতি শ্যানন। শুধু ব্র্যান্ড প্রমোশন করেই বছরে প্রায় ২০ কোটি টাকা আয় করেন কৃতি।

 

Related Posts

Leave a Reply