কুয়ালালামপুর থেকে সিঙ্গাপুরে, এটিই পৃথিবীর ব্যস্ততম এয়ার রুট !
নিউজ ডেস্কঃ
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর থেকে সিঙ্গাপুরের আকাশপথে দূরত্ব মাত্র এক ঘণ্টা। অথচ ফ্লাইট সংখ্যায় বিশ্বের সবচেয়ে ব্যস্ততম আন্তর্জাতিক এয়ার রুট এটি।
ইংল্যান্ড ভিত্তিক এয়ার ট্রাভেল ইন্টেলিজেন্স ‘ওএজি’র রিপোর্টে বলা হয়েছে , এক বছরে এই রুটে যাতায়াতকারী ফ্লাইটের সংখ্যা ৩০ হাজার ৫৩৭টি এবং গড়ে ৮৪টি ফ্লাইট যাতায়াত করে প্রতিদিন। সংস্থাটির প্রকাশিত তালিকা প্রথম ১০টি ব্যস্ততম এয়ার রুটের মধ্যে সাতটিই এশিয়ার অভ্যন্তরীণ যাত্রাপথ। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ‘হংকং টু তাইপে’। এক বছরে এই রুটে যাতায়াত করেছে ২৮ হাজার ৯০০ টি ফ্লাইট। রিপোর্টে বলা হয়, এশিয়া হচ্ছে বিশ্বের সবচেয়ে দ্রুত বাড়তে থাকা এয়ার ট্রাভেল মার্কেট।