চলে গেলেন সনামধন্য সাংবাদিক ও ‘বিয়ন্ড দ্য লাইনস’ -এর লেখক কুলদীপ নাইয়ার
কলকাতা টাইমসঃ
ভারত তথা উপমহাদেশের প্রখ্যাত সাংবাদিক, লেখক, রাজনৈতিক বিশ্লেষক কুলদীপ নাইয়ার আর নেই। তার বয়স হয়েছিল ৯৫ বছর। বুধবার রাত ১২ টা নাগাদ দিল্লির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ দুপুর ১টায় নয়াদিল্লির লোধি রোডের শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানা যাচ্ছে।
ধর্মীয় উগ্রবাদ ও উগ্র জাতীয়তাবাদের বিরোধিতায় সরব ছিলেন কুলদীপ। শেষ বয়সে কুলদীপ সবচেয়ে বেশি আলোচিত ছিলেন তার রাজনৈতিক বিশ্লেষণের জন্য। জীবদ্দশায় ১৫টি বইয়ের লেখক তিনি। তার আত্মজীবনীর নাম বিয়ন্ড দ্য লাইনস। কুলদীপ নাইয়ারের জন্ম ১৯২৩ সালের ১৪ অগাস্ট ব্রিটিশ ভারতের পাঞ্জাবের শিয়ালকোটে (বর্তমানে যা পাকিস্তানে)। আইন নিয়ে পড়াশোনা করেও তিনি কর্মজীবন শুরু করেন উর্দু পত্রিকা দৈনিক আনজামের একজন সাংবাদিক হিসেবে। এরপর দীর্ঘ ক্যারিয়ারে নিজের পরিচয়কে তিনি বিস্তৃত করেছেন বহুমাত্রায়।
ইংরেজি দৈনিক ইনডিয়ান এক্সপ্রেস এবং স্টেটসম্যান সম্পাদনা করেছিলেন কুলদীপ নাইয়ার। এছাড়া তিনি ব্রিটেনে ভারতের রাষ্ট্রদূতের দায়িত্বও পালন করেন এবং ১৯৯৭ সালে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন।