রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ পদে কুনাল ঘোষ এবং নুসরাত জাহান
কলকাতা টাইমসঃ
রাজ্য রাজনীতিতে নতুন মর্যাদা পেলেন অভিনেত্রী তথা সাংসদ নুসরাত জাহান। একই সঙ্গে তৃণমূলে দাপটের সঙ্গে ফিরে এলেন দলের প্রাক্তন বিতর্কিত সাংসদ কুনাল ঘোষ। আগামী বিধানসভা ভোটের কথা মাথায় রেখে তৃণমূলের সাংগঠনিক রদবদল করেন দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়। সেই বদলের অঙ্গ হিসেবেই তৃণমূলের রাজ্য মুখপাত্রের তালিকায় যুক্ত হলেন কুণাল ঘোষ এবং নুসরাত জাহান। এরা ছাড়াও রয়েছেন আরও ১০ জন।
২০১৩’র জুলাইয়ে ৬ বছরের জন্য দল থেকে বহিস্কার করা হয় কুণাল ঘোষকে। ৭ বছর পর তৃণমূলে প্রত্যাবর্তন হলো তার। ফিরে এসেই পেলেন নতুন দায়িত্ব। যদিও ২০১৯ এর ২১ জুলাইয়ের কর্মসূচিতেও যোগ দিতে দেখা যায় কুণালকে। কুণালের পাশাপাশি উল্লেখযোগ্য অন্তর্ভুক্তি টলিউড অভিনেত্রী ও সাংসদ নুসরাত জাহান। সোশ্যাল মিডিয়ায় দলের কাজকর্ম থেকে উন্নয়নের খতিয়ান, এমনকি বিরোধীদের তুলোধোনায় সর্বদা সক্রিয় থেকেছেন নুসরত।