November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

ভারতের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন বাথরুমে আশ্রয় নিতে হয় কাইল জেমিসনকে !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে ভারতের বিরুদ্ধে ১৩৯ রান তাড়া করতে নেমে ভয়ংকর চাপে ছিলেন নিউজিল্যান্ডের ক্রিকেটাররা। সেই অভাবনীয় চাপের কথাই এবার প্রকাশ্যে আনলেন কিউই ক্রিকেকার কাইল জেমিসন। পরিস্থিতি এতটাই কঠিন ছিলো যে, একসময় বাথরুমের আশ্রয় নিতে হয়েছিলো তাঁকে। প্রসঙ্গত, ফাইনালে দু’ইনিংসেই কোহলির উইকেট নেওয়ার পাশাপাশি ম্যাচের সেরাও নির্বাচিত হন তিনি। ৬ ফুট ৮ ইঞ্চির কিউই অলরাউন্ডার বলেন, ‘ম্যাচ চলাকালীন একসময় বাথরুমে গিয়ে লুকিয়ে ছিলাম।’

১৩৯ রান তাড়া করতে নেমে প্রায় পর পর দুই ওপেনারকে হারায় নিউজিল্যান্ড। সেই সময় চাপে পড়ে গিয়েছিলেন জেমিসন। তিনি বলেন, ‘আমরা আসলে টিভিতে খেলা দেখছিলাম। মাঠের থেকে কিছুটা দেরিতে সম্প্রচার হচ্ছিল। প্রতিটা বলে ভারতীয় সমর্থকরা তখন চিৎকার করছে। তখন মনে হচ্ছিল, তাহলে কি আমাদের উইকেট পড়ছে। কিন্তু পরে দেখি এক রান হয়েছে, নয়তো ডিফেন্স করেছে। খুব কঠিন ছিল সেই সময়টা। চাপ কাটাতে কখনো কখনো শৌচাগারে গিয়ে লুকিয়ে থেকেছি। ওখানে আওয়াজ আসছিল না। ওই চিৎকার স্নায়ুর ওপর চাপ বাড়াচ্ছিল।

Related Posts

Leave a Reply