আসামের জঙ্গলে লাদেন ! আতঙ্কে এলাকা

নিউজ ডেস্কঃ
আসামের বিস্তীর্ণ এলাকায় গত দু’বছর ধরে ত্রাস সৃষ্টি করেছে লাদেন। ২০১৬ সাল থেকে এখনও পর্যন্ত তার হামলায় শিকার হয়েছে অন্তত ৩৭ জন। তবে এই লাদেন কিন্তু আল কায়দা প্রধান ওসামা বিন লাদেন নয়। গোয়ালপাড়ার ফরেস্ট ডিভিশনের একটি দাঁতালের নাম লাদেন। তারই অত্যাচারে অতিষ্ঠ এলাকার বাসিন্দারা। লাদেন জুন মাসের এক তারিখ শেষ হামলাটি করে পাটপাড়া গ্রামে। সেখানে মনোজ হাজং নামে এক ব্যক্তিকে শুরে তুলে আছাড় দিয়ে মেরে ফেলে। মেঘালয়ের গাড়ো পাহাড় থেকে নেমে এসে গোয়ালপাড়া ফরেস্ট ডিভিশনের মধ্যে কোনো এক জায়গায় আত্মগোপন করে রয়েছে লাদেন।
গোয়ালপাড়ার ডিভিশনাল ফরেস্ট অফিসার এ গোস্বামী জানান, লাদেন বেশির ভাগ হামলা বিকেল বেলা কিংবা রাতের বেলাই করে থাকে। ওই এলাকায় এমনিতেই অনেক হাতির দল রয়েছে। তবে সমস্যা অন্য জায়গায়। গ্রামবাসীরা চাইছে হাতির দলগুলোকে অাসামের দিকে পাঠিয়ে দিতে। সেই কারণে তারা ড্রাম বাজিয়ে, চিৎকার করে হাতির দলগুলোকে অাসামের দিকে পাঠানোর চেষ্টা করছে। কিন্তু এতে আরও হিতে বিপরীত হয়ে যায়। মাঝে মধ্যে অতিষ্ঠ হয়ে হাতিও পালটা হামলা করছে। সাধারণত কোনো হামলার ১০-১৫ দিন পর কোনো খোঁজ পাওয়া যায় না লাদেনের।