‘লেডিজ অ্যান্ড জেন্টলম্যান’ আর থাকছে না জার্মান বিমানে !
কলকাতা টাইমসঃ
‘ডিয়ার, লেডিজ অ্যান্ড জেন্টেলম্যান” এই শব্দের বিলুপ্তি ঘটতে চলেছে জার্মান বিমান পরিবহন সংস্থায়। লিঙ্গভিত্তিক সম্ভাষণের রাস্তা থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে সেদেশের বিমান পরিবহন সংস্থা লুফথানসা। এখন থেকে ‘লিঙ্গ নিরপেক্ষ’ শব্দ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে এই সংস্থা। এই সংস্থার অধীনে থাকা অস্ট্রিয়ান এয়ারলাইন্স সহ সুইস এবং ইয়রোউইংসও এই একই পথে হাটবে বলে জানা যাচ্ছে।
জানা যাচ্ছে, লুফথানসার ক্রুরা যাত্রীদের ‘প্রিয় অতিথি’, ‘শুভ সকাল/শুভ সন্ধ্যা’ অথবা শুধু ‘বিমানে স্বাগত’ এমন বাক্য ব্যবহার করবে। পরিবর্তনের বিষয়টি জানিয়ে দেওয়া হলেও যাত্রীদের কিভাবে সম্ভাষণ করা হবে, তা চূড়ান্তভাবে ক্রুদের উপরই নির্ভর করবে।