বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর নাম ‘লাহোর’
কলকাতা টাইমসঃ
বিশ্বের শ্রেষ্ঠ দূষিত শহরের তকমা পেলো পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোর। ১ কোটি ১০ লাখ লোকের বসবাস এই শহরে। জানা যাচ্ছে, সাম্প্রতিক সময়ে পাকিস্তানের বায়ুদূষণ ভয়ংকর রূপ নিয়েছে।
মূলত নিম্নমানের ডিজেল ব্যবহার এবং শস্যমূল পোড়নোর কারণে ব্যাপক ধোঁয়াশার কারণে পরিস্থিতি বর্তমানে জটিল আকার ধারণ করেছে। সুইস সংস্থা ‘আইকিউ এয়ার’ লাহোরের বায়ুমানের স্তর নির্ধারণ করেছে ৩৪৮। যেখানে সবচেয়ে বিপদজনক স্তরমান ধার্য করা হয় ৩০০।