মোষের সিং পালিশ করতে ১৬ লক্ষ টাকার তেল কেনেন লালু !
কলকাতা টাইমসঃ
পশুখাদ্য কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হয়ে বর্তমানে জেলে রয়েছেন বিহারের প্রাক্তন মুখমন্ত্রী লালুপ্রসাদ যাদব। সে সময় দেশ জুড়ে আলোড়ন সৃষ্টিকারী সেই মামলার চমক বোধহয় আজও শেষ হয়নি। এখনো উঠে আসছে বেশ কিছু চমকপ্রদ তথ্য। বিহারের উপ-মুখ্যমন্ত্রী সুশীল মোদী মারফৎ জানা যাচ্ছে, ১৯৯০-১৯৯৬ এই ৬ বছরে কেবল মোষের সিং পালিশ করার জন্য কেনা হয়েছিল ৪৯,৯৫০ লিটার সর্ষের তেল। তাতে খরচ হয়েছিলো ১৬ লাখ টাকা!
লালু জামানার হিসেব বলছে পশুখাদ্যে ১০ শতাংশ হলুদ ভুট্টা মেশানোর কথা। সেই জায়গায় মেশানো হয় ১১৫ গুণ বেশি ভুট্টা। খরচ হয়েছে ১৫৪.৭২ কোটি টাকা। একই ভাবে যে পশুখাদ্যে মাত্র ১৫ শতাংশ আমন্ড খোল মেশানোর কথা সরকারি নিয়ম অনুযায়ী। তার জায়গায় দেখানো হয়েছে ৩৩ শতাংশ বেশি খোল মেশানো হয়েছে। যার ফলে অতিরিক্ত খরচ হয়েছে ৭.৬৯ কোটি টাকা।