‘পশুদের মুখেরটা খেয়ে’ জীবনের আরও ৫ বছর ও ৬০ লক্ষ খোয়ালেন লালু প্রাসাদ যাদব
কলকাতা টাইমস :
কারো মুখের অন্ন কাড়ার সাজা হাডে-হাডে টের পাচ্ছেন লালু প্রসাদ যাদবক। তা সে পশুখাদ্যই হোক না কেন ? পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে ভারতের রাষ্ট্রীয় জনতা দলের (আরজেডি) প্রধান লালু প্রসাদ যাদবকে। আজ সোমবার সিবিআই আদালত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এই সাজা শুনিয়েছে। এর পাশাপাশি ৬০ লাখ টাকা জরিমানা করা হয়েছে তাঁকে।
পশুখাদ্য কেলেঙ্কারির ঘটনায় প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদের বিরুদ্ধে এটি ছিল পঞ্চম এবং চূড়ান্ত মামলা।
ডোরান্ডা ট্রেজারি এই মামলায় তাঁর বিরুদ্ধে ১৩৯ কোটি ৩৫ লাখ টাকা নয়ছয়ের অভিযোগ করেছিল।পশুখাদ্যের জন্য বরাদ্দ তহবিল থেকে অর্থ নয়ছয়ের এই মামলা ছিল ডোরান্ডা ট্রেজারি সংক্রান্ত বিষয়ে। সম্প্রতি বিহারের সাবেক মুখ্যমন্ত্রী-সহ ৭৫ জনকে এই মামলায় দোষী সাব্যস্ত করেছিলেন সিবিআইয়ের বিশেষ আদালত। আজ তাঁর শাস্তি ঘোষণা করা হলো।
প্রসঙ্গত, এর আগে পশুখাদ্য সংক্রান্ত দুমকা, দেওঘর এবং চাইবাসা ট্রেজারির চারটি তহবিল তছরুপ মামলায় ১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল লালু প্রসাদকে।
লালু অবশ্য শারীরিক অসুস্থতার কারণে জামিনে ছিলেন।