January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

পিছিয়ে গেলো লালুর সাজা ঘোষণা 

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ রাঁচির বীরসা মুন্ডা জেলে আরও একদিনের অপেক্ষা। আইনজীবীর মৃত্যুর কারণে লালু প্রসাদ ‌যাদবের সাজা ঘোষণা স্থগিত রাখল সিবিআই আদালত।

বুধবার পশুখাদ্য কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত লালুপ্রসাদ ‌যাদবের সাজা ঘোষণার কথা ছিল সিবিআই আদালতের। সকালে আদলত বসলেও বিন্দেশ্বরী প্রসাদ নামে এক আইনজীবীর মৃত্যুর কারণে আদালতের কাজকর্ম স্থগিত হয়ে যায়। সম্ভবত আগামিকাল অর্থাৎ বৃহস্পতিবার সাজা ঘোষণা হতে পারে।

প্রসঙ্গত, গত ২৩ ডিসেম্বর বিশেষ সিবিআই আদালত দেওঘর ট্রেজারির ৮৪.৫ লাখ টাকা জালিয়াতির অভি‌যোগ লালু-সহ মোট ১৫ জনকে দোষী সাব্যস্ত করে। আজ সেই মামলার সাজা ঘোষণার কথা ছিল। আদালত অবমাননা মামলায় লালুর ছেলে তেজস্বী ‌যাদব, মনোজ ঝা ও রঘুবংশ প্রসাদ সিংকে তলব করেছে রাঁচির আদালত। আগামী ২৩ জানুয়ারি তাঁদের আদালতে হাজির দিতে হবে।

Related Posts

Leave a Reply