February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

ট্রাম্পকে তোয়াক্কা না করে ‘ভূমির’ দাবি ৪ আরব দেশের

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

গোলান মালভূমিকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সেই স্বীকৃতি প্রত্যাক্ষান করে ‘ভূমির দাবি জানাল চার আরব দেশ। উপসাগরীয় চার আরব দেশ সৌদি আরব, বাহরাইন, কাতার ও কুয়েত ট্রাম্পের স্বীকৃতির সমালোচনা করে এক যৌথ বিবৃতিতে বলেছে, “অধিকৃত ওই ভূমি আরবদের।” ট্রাম্পের এ স্বীকৃতি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতায় প্রভাব ফেলবে এবং শক্তি প্রক্রিয়া বিঘ্নিত হবে বলে সতর্ক করেছে সৌদি আরব।

১৯৬৭ সালের আরব-ইসরায়েল যুদ্ধের সময় সিরিয়ার গোলান মালভূমি দখল করে ইসরায়েল। সামরিক কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এ মালভূমিটিকে ইসরায়েল ১৯৮১ সালে আনুষ্ঠানিকভাবে নিজেদের ভূখণ্ডের অর্ন্তভুক্ত করে নিলেও বিশ্ব সম্প্রদায় তা মেনে নেয়নি।

তবে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সোমবার হোয়াইট হাউজে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকে পাশে নিয়ে ‘গোলান মালভূমি ইসরায়েলি ভূখণ্ড’ বলে ঘোষণা করে স্বীকৃতিপত্রে স্বাক্ষর করেন।

Related Posts

Leave a Reply