‘আমার একেবারে শেষে পৌঁছে গেছি’, ইডেনে শেষের ইঙ্গিত মাহির
কলকাতা টাইমস :
আইপিএল ছাড়া ক্রিকেটের আর কোনও ফরম্যাটেই নেই তিনি। কিন্তু হায়দরাবাদের বিরুদ্ধে ম্যাচ জেতার পর মহেন্দ্র সিং ধোনি যে মন্তব্যটি করেছেন তা শুনে অনেকেই মনে করছেন, এটাই শেষ আইপিএল হতে চলেছে মাহির।
ম্যাচ জেতার পর জয়ী দলের অধিনায়ক হিসাবে ধোনি একটি সাক্ষাৎকার দিচ্ছিলেন। সেখানেই তিনি বলেন, ‘আমি আমার কেরিয়ারের একেবারে শেষ পর্বে রয়েছি।’ ক্রিকেট মহলের অনেকের মতে, আইপিএল শেষ হওয়ার আগেই অবসরের ইঙ্গিত দিয়ে দিলেন বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক।
একটা বয়সের পর সব খেলোয়াড়েরই ক্ষিপ্রতা কমে। যে কারণে ধাপে ধাপে তাঁরা অবসরের দিকে এগোন। ধোনি দেশের হয়ে টেস্ট, ওয়ান ডে, টি-টোয়েন্টি ছেড়ে দিয়েছেন বেশ কিছুদিন হল। কেবলমাত্র আইপিএল খেলছেন তিনি। কিন্তু এই আপিএলেও দেখা গিয়েছে মাহির ক্ষিপ্রতা। এমনকী শুক্রবারও একটি স্টাম্প ও একটি ক্যাচ গোটা ক্রিকেট দুনিয়াকে জানান দিয়েছে খেলার মাঠের সেই পুরনো প্রবাদ—বয়স হলেও বাঘ বাঘই থাকে।