January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি

আগামী ১২ সেপ্টেম্বর বোধন, তার আগেই ফাঁস হয়ে গেলো iPhone XS-এর ছবি! 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

অ্যাপেল তার চলতি বছরের সবথেকে বড় ইভেন্টের জন্য আমন্ত্রণপত্র পাঠাতে শুরু করেছে। ১২ সেপ্টেম্বরের এই অনুষ্ঠানে সংস্থাটি আইফোনের নতুন মডেল লঞ্চ করতে চলেছে৷ তবে এবার একসঙ্গে তিনটি নতুন আইফোন লঞ্চ হবে৷ অ্যাপেলের স্পেসশিপ ক্যাম্পাসে এই ইভেন্ট হতে চলেছে৷

সূত্রের খবর, ফোন লঞ্চ হওয়ার আগেই ফাঁস হয়ে গিয়েছে iPhone XS-এর ছবি৷ অ্যাপলের আমন্ত্রণপত্রে সোনালি সার্কেল রয়েছে, যার থেকে মনে করা হচ্ছে সংস্থাটি নতুন কালার আনতে চলেছে৷ আরও জানা গেছে, এই নতুন মডেলে এ সিরিজ প্রসেসর, ৫১২জিবি মেমোরি থাকবে৷

এছাড়া ৬.৫ ইঞ্চির ডিসপ্লের iPhone X আসতে পারে৷ শোনা যাচ্ছে, ফোনটি অপেক্ষাকৃত কম দামের হবে এবং এতে এলসিডি ডিসপ্লে দেওয়া থাকবে৷ এই স্মার্টফোনে থ্রিডি টাচও পাবেন গ্যাজেটপ্রেমীরা৷ ফাঁস হয়ে যাওয়া ডিজাইন অনুযায়ী, এবার এজ টু এজ ডিসপ্লের সঙ্গে সংস্থা অ্যাপেল ওয়াচও নিয়ে আসছে, এবং অ্যানালিস্টদের মতে এবার ডিসপ্লে ১৫ শতাংশ বড় হবে৷ এচাড়া ব্যাটারি লাইফও আরও শক্তিশালী হবে৷

Related Posts

Leave a Reply