সরিয়ে দেওয়া হলো বার্সার দীর্ঘদিনের সঙ্গী ল-ফার্মকে
কলকাতা টাইমসঃ
মেসিকে পরামর্শ দেওয়ার অভিযোগে কোপ পড়লো বার্সেলোনার আইনি উপদেষ্টাদের ওপর। সরিয়ে দেওয়া হলো বার্সার দীর্ঘদিনের সঙ্গী ‘ল ফার্ম’কে। যার ফলে মোটা অংকের চাকরি খোয়ালেন আইনজীবী হোর্হে পোকোয়ুর্ত এবং তার কুয়াত্রেকাসা ল ফার্ম। তাদের সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বার্সা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ।
ঘটনার সূত্রপাত মেসির পাঠানো ফ্যাক্সকে ঘিরে। ২৫ আগস্ট সেই ফ্যাক্সে মেসি জানিয়ে দিয়েছিলেন, আর থাকছেন না তিনি। বার্সেলোনা কর্তৃপক্ষের বিশ্বাস, বুরোফ্যাক্সে মেসির চলে যাওয়ার চিঠিটি দেওয়ার পরামর্শ দিয়েছেন তাদের এই আইনজীবীরাই। আর এটি ক্লাবের স্বার্থ বিরুদ্ধ কাজ। বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ থেকে মেসিকে পরামর্শ দেওয়ায় তাদের ওপর যথেষ্টই ক্ষেপেছেন বার্সা কর্তারা।