November 12, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন

বাড়ির খাট-বিছানা বিক্রি করে মেঝেতে শুয়েছিলাম বাবা-মায়ের সঙ্গে -টাইগার শ্রফ

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

কসময় দারিদ্রতার কারণে বাড়ির খাট, আলমারি, সোফা সবই বিক্রি করে দিতে হয়েছিলো। বাড়ির সকলকেই শুতে হতো মেঝেতে। এই প্রথম টাইগার শ্রফ মুখ খুললেন তাদের চরম দারিদ্রতা প্রসঙ্গে। টাইগারের কথায়, ‘আমার আজও মনে পড়ে সেই সময় আমাদের ঘর প্রায় ফাঁকা হয়ে যায়। আমার জীবনে মনে হয় সেটাই সবচেয়ে খারাপ লাগা।’

সম্প্রতি, এক সাক্ষাৎকারে তাদের চরম দারিদ্র্যতার কথা তুলে ধরেন তিনি। তখন ২০০৩ সাল। টাইগারের বয়স তখন ১১। সেই বছরই কাইজাদ ওস্তাদের ‘ বুম ‘ ছবিটি প্রযোজনা করেছিলেন টাইগারের মা আয়েশা শ্রফ। সঙ্গে ছিলেন বাবা জ্যাকি শ্রফও। ছবিতে অমিতাভ বচ্চন এবং পদ্মালক্ষীর মত আন্তর্জাতিকষ্টার থাকা সত্ত্বেও বিগ বাজেটের এই ছবি মুখ থুবড়ে পড়ে। সেই সময় একে একে বিক্রি করে দিতে হয় বাড়ির দামি আসবাবপত্র।

Related Posts

Leave a Reply