ভূস্বর্গের হাতছানি: জেনে নিন কাশ্মীর বেড়ানোর নতুন নিয়ম
কলকাতা টাইমসঃ
দিঘা, পুরি, দার্জিলিং বহুবার গেলেও কোথায় যেন একটা অতৃপ্তি কাজ করে বাঙ্গালীর। আর কিছু না হোক, জীবনে অন্তত একটি বার কাশ্মীর চাই ই চাই। ডাল লেক, শিকারা, হাউজবোর্ডের অমোঘ আকর্ষণ বঙ্গবাসীর কাছে যেন মাধ্যাকর্ষণ টানের থেকেও বেশি। প্রায় এক বছর বিভিন্ন কারণে কাশ্মীরের অপরূপ সৌন্দর্য থেকে বঞ্চিত থাকতে হয়েছে পর্যটকদের। অবশেষে অপেক্ষার অবসান। আগামী ১৪ জুলাই থেকে পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত করে দেওয়া হচ্ছে জম্মু-কাশ্মীরকে।
তবে বর্তমান করোনা পরিস্থিতিতে ভূস্বর্গে বেড়ানোর একগুচ্ছ নিয়ম কানুন তৈরী করা হয়েছে। যা মেনে চলতে বাধ্য থাকবেন পর্যটকেরা। কি সেই নিয়ম? প্রথমত শুধুমাত্র বিমানে করেই আপাতত পর্যটকদের সেখানে পৌঁছতে হবে। সেখানে পৌঁছানোর আগেই আগাম হোটেল বুকিংয়ের কনফার্মেশন থাকতে হবে। একই সঙ্গে থাকতে হবে ফেরার কনফার্ম টিকিট। বিমানবন্দরেই চেকআউটের সময় এই সমস্ত নথি দেখানো বাধ্যতামূলক। নচেৎ পত্রপাঠ বিদায়। আপাতত ৬৫ বছরের উর্ধে কোনো পর্যটককে জম্মু-কাশ্মীরে না যাওয়ারই পরামর্শ দেওয়া হয়েছে।