সরকারের ভাড়ার শূন্য, সেনাদের পাতেরই মাংস উধাও !
কলকাতা টাইমস :
সরকারের ভাড়ার শূন্য। তাই দেশের সৈন্যবাহিনীর পাতেই কাটছাট। লেবানন সরকারের এই অবস্থায় অবশ্য সেনাবাহিনী পাশেই দাঁড়িয়েছে। সেনাবাহিনীর সদস্যদের খাবারের মেন্যু থেকে মাংস বাদ দিল লেবানন সরকার। অর্থনৈতিক খারাপ অবস্থার মধ্যেই জিনিসপত্রের দাম বেড়ে যাওয়ায় এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার থেকেই সেনাবাহিনীর খাবারের তালিকা থেকে মাংস বাদ দেওয়া হয়েছে। আর গত ছয় মাসে লেবাননের খাদ্যের দাম বেড়েছে ৭০ শতাংশ।
জানা গেছে, সে দেশে ভেড়ার এক কেজি মাংসের দাম এখন ৮০ হাজার লেবানিজ পাউন্ড। অথচ, মাস তিনেক আগে ভেড়ার মাংষ ৩০ হাজার লেবানিজ পাউন্ডে পাওয়া যেত।
অন্যান্য খাদপণ্যের দামও বেড়েছে। বিষয়টি বিবেচনা করে সেনাবাহিনীর সদস্যরা দায়িত্বে থাকা অবস্থায় মাংস পাবেন না বলে জানিয়েছেন সেনাবাহিনীর একজন মুখপাত্র।