সাত মাসের শিশুর ফুসফুসে এলইডি লাইট!
মাত্র সাত মাসের বাচ্চা সে। তাকে দুই মিনিটের ব্রোকোস্কপি করা হয়। ফুসফুস থেকে বের করা হয় এলইডি বাল্ব। খেলনা মোবাইল নিয়ে খেলার সময় সে ভুলবশত খেলনায় থাকা এলইডি বাল্ব গিয়ে ফেলে।
এটা সবার অগোচরে গিলে ফেলে সে। কিন্তু এর পর থেকেই কাশি আর জ্বর দেখা দেয়। স্থানীয় এক চিকিৎসকের কাছে বাচ্চাটাকে নিয়ে যান তার বাবা-মা। একদফা চিকিৎসার পর কোনো ভালো ফল মেলেনি। পরে এক্স-রে করে দেখা যায় তার ফুসফুসে একটি এলইডি বাল্ব।
মুম্বাইয়ের শিশুদের বাই জারবাই ওয়াদিয়া হসপিটালে ভর্তি করা হয়। ড. দিব্যা প্রভাত জানান, ব্রোনকোস্কপি করা হয় শিশুটির। পরে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। তার ফুসফুস গ্রানুলেশন টিস্যুতে পরিপূর্ণ ছিল। সংক্রমণ প্রতিরোধে দুই দিনের পর্যবেক্ষনে রাখা হয়।
বিশেষজ্ঞ জানান, ব্রনকোস্কপির পর আসলে তারের মতো কিছু একটা দেখা যায়। ওটা ফরসেপ নিয়ে টানতেই ২ সেন্টিমিটার এলইডি বাল্ব বেরিয়ে আসে। তা ছাড়া প্রথম এক্স-রের পর কিন্তু এটাকে দেখা যায়নি। বেশ কয়েকবার করার পর বেরিয়ে আসে। বাচ্চাটির নাম আরিবা। তার বাবা কিংবা বুঝতেই পারেনি এমনটা ঘটতে পারে। তারা অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন হাসপাতালকে।