January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ধর্ম

রাতের এঁটো বাসন ফেলে রাখেন রাতভর? তৈরী থাকুন ভোগার জন্য

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

শুধুমাত্র আপনার শোওয়ার ঘর বা বসার ঘরখানাই পরিষ্কার রাখলে হবে না! রান্নাঘরটার দিকেও তো খেয়াল রাখতে হবে। বাস্তুশাস্ত্র বলে, রান্নাঘর বা রান্না খাবার সংক্রান্ত এমন অনেক জিনিস আছে, যার উপর নির্ভর করে আপনার পরিবারের আর্থিক স্বচ্ছলতা, স্বাস্থ্য-সমৃদ্ধি। 

> এঁটো বাসন সারারাত একদম ফেলে রাখবেন না। এটা অত্যন্ত খারাপ একটা লক্ষণ। এর কারণে গৃহে অর্থ সমস্যা হতে পারে। একান্তই যদি রাতে বাসন মাজতে না পারেন অন্তত জল দিয়ে ধুয়ে রাখুন। এটুকু তো করতেই পারবেন না কি!

> সূর্যাস্তের সময় কাউকে দুধ বা দই খেতে দেবেন না। এমনকি এই সময় কারও হাতে পেঁয়াজ দেওয়াও খারাপ।

> দেনার হাত থেকে মুক্তি পেতে প্রতিদিন রাতে শোওয়ার সময় রান্নাঘরে এক বালতি পানি ভরে রেখে দিন।

> জায়গার অভাবে হোক বা নেহাত কুঁড়েমির কারণে, অনেকেই আজকাল বিছানায় বসেই খাবার খান। এটা কিন্তু খুব খারাপ জিনিস। সংসারে অশান্তির কারণ হতে পারে বিছানায় বসে খাবার খাওয়া। পাশাপাশি দেনার দায়ে ডুবতে হতে পারে আপনাকে কিংবা আপনার প্রিয়জনকে।

> রান্নাঘরে কখনও নোংরা জমিয়ে রেখে দেবেন না। অত্যন্ত অস্বাস্থ্যকর বিষয়। অসুস্থ হয়ে পড়তে পারে আপনার পরিবারের কোনও সদস্য।

Related Posts

Leave a Reply