এনক্লোজার থেকে পাততাড়ি গুটিয়ে চম্পট ‘সচিন’
কলকাতা টাইমস :
প্রথমে মনে করা হয়েছিল, রোদ্দুর পোহানোর পর হয়তো কিছুটা আড়াল রেখেছে নিজেকে। কিন্তু না! বেশ কিছুক্ষণ যাওয়ার পরও কর্মীরা তার দেখা পাচ্ছিলেন না। শুরু হয় ছানবিন! ‘তার’ ঘরে উঁকি দিতেই চক্ষু ছানাবড়া সক্কলের।কোত্থাও তো নেই সে! শিলিগুড়ির এনক্লোজার থেকে তাই পাততাড়ি গুটিয়ে চম্পট দিল ‘সচিন’। ভাবছেন সচিন টেন্ডুলকার আবার এনক্লোজার থেকে কোথায় কেন পালাবে ? না না এখানে কথা হচ্ছে চিতাবাঘ সচিনের। শিলিগুড়ি সাফারি পার্কে এই নামেই ডাকা হত চিতাবাঘটিকে।
চিতাবাঘ পালানোর খবর চাউর হতেই এক লহমায় পর্যটকদের হাসিমুখে আতঙ্কের ছাপ। চিতাবাঘ পালিয়েছে শুনেই তড়িঘড়ি বেরিয়ে যান তাঁরা। ততক্ষণে কপালে চিন্তার ভাঁজ পড়েছে কর্মীদের কপালেও।
শুরু হয় চিতাবাঘের খোঁজে তল্লাশি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশেষজ্ঞ দল। ঘুমপাড়ানি গুলি নিয়ে চলছে তল্লাশি। কড়া সতর্কতা জারি করা হয়। দর্শকদের ভিতরে ঢুকতে দেওয়া হয় না। এখনও জারি তল্লাশি। আতঙ্কিত সকলেই।