প্রেমিকাকে না পেয়ে শেষে সড়কজুড়েই…
কলকাতা টাইমস :
‘প্রেমের মর্ম কে বুঝিতে পারে’। প্রেমিকাকে চমকে দিতে প্রায় ২ কিলোমিটার রাস্তাজুড়ে প্রেমপত্র লিখলেন প্রেমিক। এবার সেই প্রেমিককেই হন্যে হয়ে খুঁজছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের কোলহাপুর কোলহাপুর জেলার শিরোল তহসিলের ধরঙ্গুট্টি গ্রামে। প্রেমিকের এমন কাণ্ড দেখে অবাক হয়েছেন গ্রামবাসী।
জানা গেছে, রাস্তাজুড়ে বিভিন্নভাবে প্রেমের দৃঢ়তা বোঝাতে নানা কথা লেখা রয়েছে। যার মধ্যে রয়েছে- ‘I Love You, I Miss You, I miss you, জিন্দেগিকে সাথ ভি, জিন্দেগকিকে বাদ ভি।’ এমন আরো অনেক কিছুই লেখা রয়েছে রাস্তাজুড়ে।
জানা গেছে, সাদা অয়েল পেইন্ট ব্যবহার করে ওই প্রেমিক তার প্রেম বার্তাগুলো জয়সিংপুর থেকে ধরঙ্গুট্টি রুটে প্রায় আড়াই কিলোমিটারজুড়ে লিখেছেন। প্রেম প্রকাশের এই অভিনব ধরনের ছবি এবং ভিডিও ভাইরাল হওয়ার সঙ্গে সঙ্গে প্রশাসন পদক্ষেপ নিয়েছে। কে এই পাগল প্রেমিক? খুঁজতে গঠন করা হয়েছে তদন্ত কমিটি। প্রেমিককে খুঁজতে শেষে পুলিশের শরণাপন্ন কমিটি।