কুড়িয়ে আনা লাইব্রেরি !
কলকাতা টাইমসঃ
আবর্জনা কুড়োনোই তার কাজ। এই কাজ করতে করতেই আবর্জনার সাথে একদিন হাতে পেলেন মণি-মাণিক্য। সেগুলো হলো দারুন কিছু বই। বইয়ের প্রতি মানুষের এমন অবহেলা সেদিন তাকে বেশ পীড়া দিয়েছিলো। এরপর থেকেই মানুষের ফেলে দেওয়া বই সংগ্রহ করতে শুরু করেন তিনি। এভাবেই একদিন তৈরী করে ফেললেন ২৫ হাজার বইয়ের এক বিশাল লাইব্রেরি।
এই বিরল কৃতিত্বের অধিকারী ব্যক্তিটি হলেন কলম্বিয়ার বাসিন্দা হোসে আলবার্তো গুতেরেস। এখন তার সহকর্মীরাও আবর্জনার মধ্যে বই পেলে তার লাইব্রেরিতে দিয়ে যান। কলম্বিয়ার প্রত্যন্ত অঞ্চলে গুতেরেস এখন শিক্ষার আলো ছড়িয়ে চলেছেন। ৫৫ বছর বয়সী গুতেরেস তার সংগৃহীত বই তিনি দান করেছেন ৪৫০ টি বিভিন্ন লাইব্রেরি এবং স্কুলেকে। তার স্বপ্ন, একদিন গোটা কলম্বিয়াকে বই দিয়ে সাহায্য করবেন তিনি।