বাস্তবেই মেকআপ নিয়ে সবসময় মিথ্যা বলা!
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
নিজেদের মেকআপ নিয়ে সব সময় মিথ্যা কথা বলে নারীরা! বহু পুরুষ দাবি করেন, মেকআপ ছাড়াই নারীকে সুন্দর দেখায়। কিন্তু পুরুষরা যাকে ‘মেকআপহীন’ অবস্থা বলে মনে করেন, বাস্তবে সেটা হতে পারে নিখুঁতভাবে করা মেকআপ।আর অনেক মেয়েই মেকআপ করেননি বলে মিথ্যা বলেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস। তিন-চতুর্থাংশ পুরুষই জানিয়েছেন, নারীরা যখন মেকআপ করেন না, তখনই তাদের আকর্ষণীয় মনে হয়।
কিন্তু সমীক্ষায় দেখা গেছে, যে অবস্থাকে পুরুষ মেকআপহীন বলে মনে করে সেটা মোটেও তাই নয়। অনেক সময় এ নিখুঁত মেকআপ করতে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় হয়।
কিউভিসি ও একটি অনলাইন ডেটিং সাইটের করা এ সমীক্ষায় দেখা যায় তিন-চতুর্থাংশ পুরুষ মনে করেন, তাদের সঙ্গী কোনো মেকআপ করেন না। কিন্তু বাস্তবে দেখা যায়, শুধু তিনভাগ নারী জানান, তারা কখনোই মেকআপ করেন না।
অন্যদিকে প্রতি সাতজনে একজন জানান, তারা তাদের ‘রূপের রহস্য’ প্রকাশ করেন না। এছাড়া তারা প্রায়ই মানুষকে মেকআপের কথা কমিয়ে বলেন।
কিন্তু সমীক্ষায় দেখা গেছে, যে অবস্থাকে পুরুষ মেকআপহীন বলে মনে করে সেটা মোটেও তাই নয়। অনেক সময় এ নিখুঁত মেকআপ করতে ঘণ্টার পর ঘণ্টা সময় ব্যয় হয়।
কিউভিসি ও একটি অনলাইন ডেটিং সাইটের করা এ সমীক্ষায় দেখা যায় তিন-চতুর্থাংশ পুরুষ মনে করেন, তাদের সঙ্গী কোনো মেকআপ করেন না। কিন্তু বাস্তবে দেখা যায়, শুধু তিনভাগ নারী জানান, তারা কখনোই মেকআপ করেন না।
অন্যদিকে প্রতি সাতজনে একজন জানান, তারা তাদের ‘রূপের রহস্য’ প্রকাশ করেন না। এছাড়া তারা প্রায়ই মানুষকে মেকআপের কথা কমিয়ে বলেন।