মুম্বাইয়ের আয়ু আর মাত্র ৩০ বছর!
কলকাতা টাইমসঃ
ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ের আয়ু আর মাত্র ৩০ বছর! এমনই ভয়ংকর তথ্য জানাচ্ছে সাম্প্রতিক একটি গবেষণা। সেই গবেষণা বলছে আগামী ২০৫০ সালের মধ্যেই একাধিক শহরে পড়তে চলেছে ভয়ঙ্কর এই প্রভাব। মুম্বাই শহর রয়েছে এই তালিকার শীর্ষে। এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গবেষণায়। নিউ জার্সির সায়েন্স অর্গানাইজেশন অফ ক্লাইমেট সেন্টার এই গবেষণাটি চালিয়েছে।
গবেষণা বলছে, সামুদ্রিক জলস্তর বাড়ার প্রভাব সরাসরি পড়তে চলেছে প্রায় ১৫ কোটি মানুষের উপর। এর ফলে বেশ কয়েকটি শহর পুরোপুরি জলের নিচে তলিয়ে যাবে। স্যাটেলাইটের মাধ্যমে এই তথ্য পাওয়া গেছে। যা সঠিক বলেই মনে করছেন তারা। নতুন গবেষণায় ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা ভেসে যাবে বলে মনে করা হচ্ছে।