November 12, 2024     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular

একশ বছর পর অন্ন-ছাদ না থাকলেও হাতে থাকবে এই বিশেষ সামগ্রী 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস : 

বিজ্ঞানের আশীর্বাদে প্রতিদিনই পরিবর্তন হচ্ছে এই পৃথিবী। আজ থেকে ১০০ বছর আগের পৃথিবীর সঙ্গে ২০১৯ সালের পৃথিবীর পার্থক্য কতখানি? পৃথিবী কতটা বদলে গেছে, ভাবুন একবার। একইভাবে ১০০ বছর পরের পৃথিবী কি বদলাবে না? আসুন জেনে নিই, কেমন হবে সে পৃথিবী।

১. বিশাল সব কাঠামো বা মেগাস্ট্রাকচার অস্বাভাবিক রকমের বেড়ে যাবে। ১০০তলা, ১৫০তলা, বাড়ি এই পৃথিবীতে বেড়ে যাবে আজকের থেকে ৮ থেকে ৯গুণ বেশি!

২. জলের নিচে থাকবে অনেক বাবল সিটি। এই শহরগুলো যেমন আকারে বড় হবে। তেমনই থাকবে অত্যাধুনিক সবরকম সুযোগ সুবিধা।

৩. সব মানুষের পেটে খাবার জুটুক অথবা না জুটুক, বাড়ি থাকুক অথবা না থাকুক, লোকের হাতে থাকবেই একটা অত্যাধুনিক যোগাযোগ সামগ্রী। স্মার্টফোন আর ইন্টারনেটের নতুন রূপ আসবে।

৪. চাঁদে ঘুরতে যাওয়াটা তেমন কোনো ব্যাপারই থাকবে না। এই পৃথিবীর অনেক মানুষই বছরে একবার করে চাঁদে ঘুরতে যাবেন, লন্ডন কিংবা সিঙ্গাপুরের মতো করেই।

৫. লোকের বাড়ি ঘরে থাকবে শুধুই থ্রি ডি পেইন্টিং। এমনি আঁকা জিনিস থাকবে। তারও কদরও থাকবে। কিন্তু লোকে পছন্দ করবে বেশি থ্রি ডি পেইন্টিংই।

Related Posts

Leave a Reply