জীবন বাঁচানোর পুরস্কার ‘আজীবন মাথা’
কলকাতা টাইমস :
চীনের নাগরিক লিউ শিং টিং বিশ্বের অন্যতম খ্যাতনামা ই-কমার্স প্রতিষ্ঠান ‘আলিবাবা’য় কাজ করেন। সম্প্রতি অফিসের সহকর্মীদের সাথে একদিন দুপুরের খাবার খেতে বের হয়েছিলেন। স্থানীয় একটি রেস্তোরাঁয় মাছের মাথা ভুনা খাওয়ার ইচ্ছা ছিল তার। কিন্তু যাওয়ার পথে হঠাৎ একটি গাড়িকে পাশের লেকে পড়ে যেতে দেখেন। এমন সঙ্কটময় মুহুর্তে দেরি করেননি লিউ। গাড়ির ভেতরে থাকা মানুষদের জীবন বাঁচাতে সঙ্গে সঙ্গে তিনি জলে নেমে পড়েন। তার চেষ্টায় গাড়ির ভেতরে থাকা এক গর্ভবতী মহিলাসহ ৪ জন উদ্ধার হয়।
আরও পড়ুন : মহার্ঘ এই মাছের দাম আড়াই কোটি
নাটকীয়ভাবে জীবন বাঁচানোর খবরটি শুনে লিউ যে রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন তার মালিক লিউকে সারা জীবন বিনা পয়সায় মাছের মাথা খাওয়ানোর কথা ঘোষণা দেন।স্থানীয় পত্রিকা হাংঝু ডেইলি’কে লিউ বলেন, “তখন আমার চিন্তা করার বা ভয় পাওয়ার সময়ই ছিল না। প্রথমেই আমার যে চিন্তাটা মাথায় আসে তা হচ্ছে, বিপদগ্রস্থদের জীবন বাঁচাতে হবে।”
লিউয়ের ড্যাশক্যামের ভিডিও থেকে দেখা যায়, একটি পিকআপ ভ্যান ওভারটেকিং করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের কিয়ানডাও লেকে পড়ে যায় সেই প্রাইভেট কারটি। ঠিক সেই মুহুর্তেই গাড়ীর আরোহীদের জানালা দিয়ে বের করে আনেন লিউ।
এই ঘটনার পরে কিয়ানডাও লেক ডেভেলপমেন্ট গ্রুপ’ও তার জন্য আজীবন মাছের মাথার বিল প্রদান করার ঘোষণা দিয়েছে বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে।